ঝালকাঠি জেলা প্রতিনিধি:- ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজ থেকে পেট্রোল অপসারণের সময় পুনরায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণে জাহাজের তেলের ট্যাঙ্ক ফেটে তেল নদীতে ছড়িয়ে পরছে।
আহতরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনের এসআই আব্দুল হাকিম (৪৯), কনস্টেবল পলাশ মোল্লা (২৫), কনস্টেবল সওকত (২৩) ও কনস্টেবল মনির (৩০), বরিশাল নৌ পুলিশের সদস্য মো. সিদ্দিক (৪৯), এটিএসআই হেলাল উদ্দিন (৪৫), সাগর নন্দিনী-৪ জাহাজের স্টাফ শরিফ উল্লাহ্ (৪০) ও বাবুর্চি কাইয়ুম (৩২), ঝালকাঠি সদর থানার ওসি মো. কাওসার (২৮) এবং ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ (৪২)।
বরিশাল নৌ পুলিশের সদস্য মো. সিদ্দিক বলেন, প্রথমে সাগর নন্দিনী-২ জাহাজের সামনের অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সঙ্গে সঙ্গে পেট্রোল অপসারণের জন্য আসা অপর জাহাজ সাগর নন্দিনী-৪ এ আগুন লেগে যায়। জাহাজের ওপরে ৪-৫ জন স্টাফ ছিল। তারা কী অবস্থায় আছে তা দেখার আগেই আমরা আহত হই। আমরা ওই জাহাজের পাশে আলাদা একটি ট্রলারে ছিলাম। স্থানীয়রা বলেন, গত বছরের ভয়াবহ বন্যার সময় বৃষ্টি ও ঢলের আতঙ্ক তাদের এখনো তাড়া করছে। এদিকে, সিলেটের প্রধান নদী সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ভারতের বরাক নদী দিয়ে আসা ঢলে সীমান্ত উপজেলা কানাইঘাটে সুরমার পানি আরও বেড়েছে।তবে কানাইঘাটে সুরমা বিপৎসীমার দশমিক ৮৫ সেন্টিমিটার, সিলেটে দশমিক ৬২ সেন্টিমিটার, নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কানাইঘটে ৭৮ মিলিমিটার ও সিলেটে ৩১৫ মিলিমিটার, সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার, ছাতকে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, পানিবন্দীদের উদ্ধারের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা মোকাবিলায় ৪৪৯ মেট্রিক টন চাল, ২২ লাখ টাকা ও দুই হাজার কেজি শুকনা খাবার মজুত রাখা হয়েছে।অন্যদিক সিলেটের সাদাপাথর এলাকায় নিখোঁজ পর্যটক আবদুস সালামের (২৩) সন্ধান ২০ ঘণ্টায়ও পাওয়া যায়নি।
রোববার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় সালাম। নিখোঁজ সালাম রাজধানীর মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে। সালামের সঙ্গে বেড়াতে আসা শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন।
সেখানে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে টানে আবদুস সালাম নিখোঁজ হন। সোমবার বিকাল পর্যন্ত আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালায়। এখনো তার খোঁজ পাওয়া যায়নি।