সুরঞ্জিতের দেশীয় মদের দোকানে বৈধতার আড়ালে অবৈধ পন্থায় বিক্রি হচ্ছে মদ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়ার কুমারখালীতে দেশী মদের দোকানে নিত্যপণ্যের মতো বিক্রি হচ্ছে মদ।

আর ওই মদের দোকানে ক্রেতারা সকাল ১০টা বাজলেই মদ কিনতে লাইন পড়ে যায়। ক্রেতাদের লাইন দেখলে মনে হয় এ যেন সাধারণ কোন পণ্য কেনার দোকান।

কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে যে লাইনে দাঁড়াচ্ছে তাকেই চাহিদা মত মদ দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্রেতাই নেশাখোর। নেশা করতেই তারা মদ কেনেন।

রাত ৮টা পর্যন্ত এমন কারবার চলছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাপুড়হাট ঘেঁষা পান বাজারে সরকার অনুমোদিত সুরঞ্জিত কুমার রায়ের কুমারখালী দেশী মদের দোকানে (লাইসেন্স নম্বর-২)।

লাইনে দাঁড়িয়ে মদ কেনা দুই জনের সাথে কথা হলে তারা বলেন, প্রতি গ্লাস মদ ১শ টাকায় বিক্রি হয়।

লিটার প্রতি ৪শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি করা হয়। কোয়াটার নিলে ছোট আড়াইশ গ্রাম কোমলপানীয়র বোতলে দেয়া হয়। হাফ লিটার বা এক দুই লিটার সবই কোমলপানীয়র বোতলে দেওয়া হয়।

তবে তাদের অভিযোগ দেশী মদের ভেতর পানি মিশিয়ে বিক্রি করেন সুরঞ্জিত কুমার রায়। জানা গেছে, কুষ্টিয়ায় এখন পর্যন্ত কোনো মুসলমানের দেশী মদ খাবার লাইসেন্স নেই।

কিন্তু কুমারখালী দেশী মদের দোকানে প্রতিদিন শতাধিক মুসলমান মদ কেনেন। তাদের কোনো লাইসেন্স নেই। কোনরকম বাধা বিঘ্ন ছাড়াই তারা মদ কেনেন এবং তা দিয়ে নেশা করে মাতলামি করেন।

প্রতি লাইসেন্স’র অনুকূলে মাসে ৭ লিটার দেশী মদ বরাদ্দ দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু সুরঞ্জিত কুমার রায় এর বাইরেও অবৈধ পন্থায় বিপুল পরিমাণ দেশী মদ জোগাড় করেন।

লাইসেন্সধারী মানুষের কাছে ছাড়া এই মদ বিক্রি করা নিষেধ থাকলেও কুমারখালী দেশি মদের দোকানে লাইসেন্সধারী ছাড়াই নেশাখোরদের কাছে বিক্রি করা হচ্ছে মদ। এতে এলাকার কিশোর থেকে শুরু করে শিক্ষার্থী বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ মাদকের নেশায় আসক্ত হচ্ছে।

শুধু কুমারখালী নয় কুমারখালীর আশপাশের থানা এলাকার মাতালরা মদের দোকান নিয়ে গিয়ে মদ ক্রয় করে খেয়ে মাতাল অবস্থায় মোটরসাইকেল ড্রাইভ করছে। এতে সড়ক দুর্ঘটনা বাড়ছে, আবার অনেকেই এখন থেকে মদ খেয়ে মারাও গিয়েছে।

মদ্যপান করে এলাকার উঠতি বয়সের তরুণ ও যুবকেরা বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। স্থানীয়দের দাবি, অতি দ্রুত লাইসেন্স’র আড়ালে এই অবৈধ কারবার বন্ধ না করলে দিন দিন মাদকাসক্ত হয়ে পড়বে কুমারখালী এলাকার যুব সমাজ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মদের কারবার করে সুরঞ্জিত কুমার রায়ের ভাগ্যের চাকা ঘুরে গেছে এবং কুমারখালী শহরে তার রয়েছে আলিশান বাড়ি ও গাড়ি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া এর সহকারী পরিচালক শহিদুল মান্নাফ কবীর এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পারমিশন নেই এমন কোন ব্যক্তির কাছে মদ বিক্রয় করা যাবে না।

যদি কোন দোকান পারমিশন নেই এমন কোন ব্যক্তির কাছে মদ বিক্রয় করে তার প্রমাণ মিললে ওই দোকানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মোবাইলে বলেন, কুমারখালী দেশী মদের দোকানে যদি নিয়মের বাইরে কিছু হয় তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।