মানিক কুমার স্টাফ রিপোর্টার:- স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের সাবেক একান্ত সচিব ওয়াহেদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
আগামি (১৪ই অক্টোবর) তাকে সংস্থার প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াহেদুর রহমান বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন।
দুদকের তলব নোটিশে তার বিরুদ্ধে বসুন্ধরা কনভেনশন সেন্টারে নির্মিত করোনা হাসপাতালে বেড ক্রয়ে অনিয়মসহ অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।
এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ১২জন কর্মচারীকে আগামি ১৩, ১৪ ও ১৫ অক্টোবর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রুহুল আমিন, প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন হাওলাদার, ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহান ফকিরসহ ১২জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের দিন তাদের নিজের ও স্ত্রীর পাসপোর্ট, এনআইডি ও আয়কর রিটার্নের ছায়ালিপি আনতে বলা হয়েছে।