কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ ক্যাম্পগুলিতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ -বিজিবি এর পক্ষ থেকে আজ দশমীর দিনে এই মিষ্টি বিতরণ করা হয়।
৫৮ -বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসানের পক্ষ থেকে ৩ -টি বিএসএফ ব্যাটালিয়ন ও ২৮টি বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা হিসেবে এই মিষ্টি দেয়া হয়।
৫৮ -বিজিবির অতিরিক্ত পরিচালক(উপ অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খাঁন জানান, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএসএফ ব্যাটালিয়ন ও ক্যাম্পগুলি ও বিওপিতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।