অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহপরিচালিকা রেশমা ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।


রবিবার ( ৪ অক্টোবর ) দুপুরে, ঢাকার দ্রুত বিচার আদালত-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে গৃহকর্মী সেজে প্রতারণার ঘটনা বেড়েছে। প্রতারক চক্রদের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন, পরিচয় ও সঠিক কাগজপত্র যাচাই করে গৃহকর্মী নিয়োগ দিতে হবে। প্রয়োজনে গৃহকর্মীর কাগজপত্র ও পরিচয় সংক্রান্ত বিষয় থানায় জমা দেয়া কথাও বলেন আদালত। চতুর গৃহকর্মীদের প্রতারণার স্বীকার হয়ে ইডেনের সাবেক অধ্যক্ষ অকালে প্রান হারান। তাদের অনুকম্পা পাওয়ার কোন সুযোগ নেই।

গত বছরের ১০ই ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর রোডের নিজ ফ্ল্যাটে খুন হন মাহফুজা চৌধুরী। তার স্বামী ইসমত কাদির গামার করা মামলায় দুই গৃহপরিচারিকা রেশমা ও স্বপ্নাকে ঘটনার পাঁচ দিন পর আটক করে নিউ মার্কেট থানা-পুলিশ। ঐ বছরই দুই জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আর চলতি বছরের ৯ই ফেব্রুয়ারি দুই গৃহপরিচারিকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।