অনলাইনে বিক্রি হচ্ছিল ‘যৌন উত্তেজক’ চা-কফি, অতঃপর,,,,,

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাকলি সুলতানা ঢাকা:-রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ভেজাল কফি, চা বিক্রয় ও সরবরাহকারী একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে এগুলো বিক্রি করত।

সোমবার (১৮ সেপ্টেম্বর) হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাতুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম ওরফে রায়হান, মো. আরাফাত হোসেন সাব্বির ও মো. আল-আমিন ইসলাম। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হাজারীবাগ থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ভেজাল কফি, চা বিক্রয় ও সরবরাহকারী একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৯০০ প্যাকেট ভেজাল কফি, ২০ কেজি ভেজাল কফির গুঁড়া, ২০ কেজি ভেজাল চায়ের গুঁড়া, ১টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ স্টিকার জব্দ করা হয়েছে।

অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কফি ও চায়ের মধ্যে যৌন উত্তেজক ট্যাবলেটের গুঁড়া মিশিয়ে প্যাকেটজাত করে। এরপর কোরিয়ান প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ধরনের স্টিকার লাগিয়ে বিক্রি করে। এসব কফি ও চা পান করে মানুষ রোগাক্রান্ত হচ্ছে।