অন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাসেল জয়পুরহাট জেলা প্রতিনিধি:- জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র, একটি ট্রাকসহ অন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার মুন্দাইল এলাকা থেকে তাদের আটকের পর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল।

আটককৃতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান (২৫), গাইবান্ধার ক্ষুদ্র মাটি বাড়ি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই (৪০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম (৩৫), নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল (৩৪), তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন (৪২) ও একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী (৩০)।

ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, একটি অভিনব ও সংঘবদ্ধ চক্র। জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করতে থাকে।

সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে কখনো মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্র, ট্রাকসহ ৬ সদস্যকে আটক করে পুলিশ।