অবশেষে বিশ্বকাপ মিশনে ওমানের উদ্দেশে যাত্রা করল টাইগাররা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন// কয়েক দফা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপ মিশনে ওমানের উদ্দেশে যাত্রা করল টাইগাররা। সেটিও নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর।

রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দলের বহনকারী বিমানটি যাত্রা করে। বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন মোট ২১ জন। ১৪ জন ক্রিকেটারের সঙ্গে টিমবয় ৩ জন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান যোগ দেবেন আইপিএল পর্ব শেষে। সস্ত্রীক আগেই ওমানে গেছেন লিটন দাস।১৬ অক্টোবর এক বেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। বাছাই পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাহতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

অবশেষে ওমানের পথে টাইগাররাবাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।