অর্থনীতিতে বাংলাদেশের আজকের যে সুদৃঢ় অবস্থান, তার ভিত্তি তৈরি করেছিলেন বঙ্গবন্ধুই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হসান হাবিব লেলিন// অর্থনীতিতে বাংলাদেশের আজকের যে সুদৃঢ় অবস্থান, তার ভিত্তি তৈরি করেছিলেন বঙ্গবন্ধুই। প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনাতেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান ঠিক করেছিলেন দারিদ্র্য বিমোচনই হবে অর্থনৈতিক উন্নয়নের মূল দর্শন।

সেই সাথে কৃষি আর শিল্পায়নের মাধ্যমে দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন জাতির পিতা। পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে উন্নয়ন যাত্রার পথ যাত্রাও স্পষ্ট হয়। কিন্তু ৭৫ এর নির্মম হত্যাকাণ্ড থামিয়ে দেয় জাতির পিতার তিন বছর সাত মাসের স্বপ্ন যাত্রাকে।আর এরপর দীর্ঘ পরিক্রমায় বাংলাদেশ এখনো বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির স্বপ্নকে পুরোপুরি ছুতে পারেনি।

তবে এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। যাতে নেতৃত্ব দিচ্ছেন তাঁরই যোগ্য সন্তান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।স্বাধীন দেশে ফিরে ১৯৭২ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরো দেশ তখন বিধ্বস্ত ভূমি।সাড়ে সাত কোটি মানুষের ভরণপোষণের কঠিন দায়িত্ব।

ছিলো না পর্যাপ্ত খাদ্যের মজুদ, শিল্প বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো নেই, কলকারখানার উৎপাদন শূন্যের কোঠায়। অর্থনীতির এসব সমীকরণ মেনে এদেশে সম্ভাবনা দেখেনি কোন দেশই।সেই দিনগুলোতে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দীন। জাতির পিতার দৃঢ়তা, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রজ্ঞার অসাধারণ মিশেলের কথা এখনো স্মরণে আছে তার।বঙ্গবন্ধুর শাসনকাল শুরু হয়েছিলো দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি দিয়ে।

কিন্তু দুই বছরের মধ্যেই ১৯৭৩ সালে তা উঠে তিন দশমিক ৩৩ শতাংশে। পরের বছরই প্রবৃদ্ধি সাড়ে ৯ শতাংশ যা বাংলাদেশে এখনো সর্বোচ্চ।পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলছেন, রাজনীতি যেন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে সে বিষয়েও সজাগ ছিলেন বঙ্গবন্ধু।১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর অর্থনীতি গতিও থমকে যায়।

যার মাশুল দিতে হয়েছে দীর্ঘকাল। তবে এখনো প্রতিষ্ঠা পায়নি বঙ্গবন্ধুর সাম্যবাদী অর্থনৈতিক দর্শন, বলছেন পরিকল্পনা মন্ত্রীও।মন্ত্রী জানালেন, বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতির লাগাম টানতে হবে এখনই।