আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি// করোনার সংক্রমণ ঠেকাতে আংশিক লকডাউনের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে পশ্চিমবঙ্গে ১৭ হাজারের বেশি শনাক্ত ও রেকর্ড ৮৯ জনরে মৃত্যুর পর এ সন্ধ্যায় এ ঘোষণা দেয় রাজ্য সরকার।শুক্রবার সন্ধ্যা থেকেই পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে খোলা থাকবে ওষুধ ও মুদির দোকান। অনুমতি রয়েছে হোম ডেলিভারির। আর বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত।এছাড়াও সব ধরনের সামাজিক, সংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ভোট গণনা ও ফল ঘোষণার পর সমস্ত মিছিল বিজয়োৎসবের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের নির্দেশ পালন করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।