আওয়ামীলীগের মনোনয়ন কেনার হিড়িক ৫ আসনে এমপি হতে চান ১৪১ জন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- ৫টি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ১৪১ জন মনোনয়ন প্রত্যাশী

শূন্য হওয়া ৫ টি সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন পেতে চান কেন্দ্রীয় ছাত্র, নেতা ছাড়াও ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আইনজীবী, চিকিৎসক, সাবেক আমলা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপনির্বাচনে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচটি আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে সাহারা খাতুনের আসনে। তার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫৬ মনোনয়ন সংগ্রহ করেছে।

নওগাঁ- ৬ আসনে মনোনয়ন তুলেছেন ৩৪ জন।পাবনা- ৪ মনোনয়ন সংগ্রহ করেছে ২৮ জন। সিরাজগঞ্জ- ১ মনোনয়ন সংগ্রহ করেছে ৩ জন। ঢাকা -৫ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ২০ জন। ঢাকা -১৮ আসনে মনোনয়ন সংগ্রহ করেছে ৫৬ জন। মনোনয়ন সংগ্রহ শেষ দিন রবিবার ।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়

মনোনয়ন ফরম সংগ্রহ করা ব্যক্তিরা সকলেই বেশ আত্মবিশ্বাসী। প্রত্যেকেরই বিশ্বাস দলীয় সভাপতি তাকে যোগ্য হিসেবে মনোনয়ন দিবেনন।

নওগাঁ ৬ আসনের সাবেক সংসদ ইসরাফিল আলমের স্ত্রী সহ ছাত্রলীগ-যুবলীগের দুইজন এবং স্থানীয় নেতারা রয়েছেন মনোনয়নের দৌড়ে।

পাবনা ৪ আসনের পড়াতো এমপি শামসুর রহমান দিলওয়ার ইস্ত্রি ছেলে মেয়ে মেয়ের জামাই দিল ওর খালাতো ভাই দিলেন ভগ্নিপতিসহ একই পরিবারের 6 জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছে এছাড়া স্থানীয় নেতা পাশাপাশি দুজন আইনজীবী একজন চিকিৎসক রয়েছে

সিরাজগঞ্জ ১ আসামের পদার্থ মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, নাসিমের বড় ভাই মোহাম্মদ সেলিমের ছেলে সেহেরিন সেলিম ও সাবেক এক ছাত্রনেতা ফরম জমা পড়েছে ।

এ বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রাজনীতিতে সম্পৃক্ত করতে চাই। যাতে তাদের মেধা দেশের অগ্রগতি ত্বরান্বিত হয়। এজন্য দলীয় প্রার্থী হতে তারা যেন আবেদন করতে পারে , সেদিকে নজর রাখা হয় । তবে দলীয় মনোনয়ন বোর্ডের যোগ্য প্রার্থীকে বিবেচনা করে মনোনয়ন দেয়া হবে । উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত আগামী ২৫ অক্টোবর গণভবনে চূড়ান্ত বোর্ডের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।