আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুনুর রশিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি// গাইবান্ধা সদর উপজেলায় আওয়ামী লীগের ১১ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রতিদ্বন্দ্বিতায় করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলায় আওয়ামী লীগের দফতর সম্পাদক সেলিম মিয়ার স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গাইবান্ধ সদর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে গত মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন গিদারি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রউফ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বাকি ১১ জন বিদ্রোহীকে বুধবার দলে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।অব্যাহতি পাওয়া বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন, উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও একই ইউনিয়নের কৃষকলীগের সাবেক সভাপতি আয়নাল হক, মালিবাড়ি ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, কুপতলা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ইমাম হাসান, সাহাপাড়া ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মওলা, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাফায়েতুল হক, বোয়ালি ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কামারজানি ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মতিয়ার রহমান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী সরকার।গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, ‘বিদ্রোহী প্রার্থী হওয়ার পাশাপাশি গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড করায় দলের পদ-পদবি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া দল থেকে তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রস্তাব পাঠানো হয়েছে।প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে মোট ৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।