আওয়ামী লীগ সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। একইভাবে ব্যবসায়ীদেরও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর লাল সবুজের মহোৎসব’-এ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা করতে আসে নি, কিন্তু ব্যবসায়ী বান্ধব। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকার প্রস্তুত।

ব্যবসায়ীদেরও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। গ্রাম বাংলার মানুষের আর্থিক উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।

দেশের মানুষকে ক্ষুধা থেকে দারিদ্র থেকে মুক্ত করতে ব্যবসায়ীরাও এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ব্যাংক, বিমা, টিলিভিশন, বিদ্যুৎ কেন্দ্র আমরা সব বেসরকারি খাতে ছেড়ে দিয়েছি। বেসরকারি শিল্পায়নের ব্যবস্থা আমরা করে দিয়েছি।

সরকারী খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও উন্নত করতে কাজ করে গেছি। তিনি বলেন, ২০০৯ সালে সরকারে আসার পর দেখি আমরা যে উদ্বৃত্ত রেখে গিয়েছিলাম তা আবার ঘাটতি হয়ে গিয়েছে।

আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, নির্বাচনের ইশতেহার অনুযায়ী। দীর্ঘ সময়ে সরকারে থাকার সুযোগ পাওয়াতেই আজকে দেশের উন্নয়ন করতে পেরেছি।

খাদ্য ঘাটতি কমেছে, করোনার কারণে কিছুটা বাধা পেলেও এগিয়ে গেছি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি।

২০২১ থেকে ২০৪১ কী রকম বাংলাদেশ দেখতে চাই সে পরিকল্পনা নিয়েছি। রূপকল্প ২০২১ এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।