আকস্মিক রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করলেন বিআরটিএর চেয়ারম্যান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- আকস্মিক রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করলেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। রোববার (৪ এপ্রিল) দুপুর দেড়টায় পরিদর্শনে যান তিনি। পরির্দশনকালে তিনি বাস টার্মিনালে বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেন এবং কাউন্টারে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাস্ক পড়ার নির্দেশ দেন।গাবতলী বাস টার্মিনালে তিনটি বাস থামিয়ে বাসের ভেতরে পরিদর্শন করেন তিনি। এসব বাসের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বসানো হয়েছে কিনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের মাস্ক পরা রয়েছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখেনপরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকার ও আদালতের নির্দেশনা মোতাবেক গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে হবে। সেটি কেউ অমান্য করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে এসেছি। ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে কোনো ধরনের অনিয়ম ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং করতে আট জন ম্যাজিস্ট্রেট ও তাদের দল কাজ করছেন। গতকাল শনিবার আইন অমান্য করায় বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও কেউ মাস্ক না পড়লে তাদের জরিমানা করা হচ্ছে। আজ রোববারও তারা মাঠে কাজ করছেন।’গাবতলীতে যাত্রী বেড়ে গেলে স্বাস্থ্যবিধি মানা হয় না- এমন প্রশ্নের জবাবে বিআরটিএর চেয়ারম্যান বলেন, ‘গাবতলীতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তবে যাত্রীদের ভিড় বাড়লে কেউ কেউ মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখেন না। এজন্য আমাদের একাধিক টিম কাজ করছে। কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলেও তাদের জরিমানা ও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। যারাই সরকারি নির্দেশনা অমান্য করবে সেটি অপরাধ বলে গণ্য হবে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’ এ কারণে সবাইকে তিনি স্বাস্থ্যবিধি মেনে আইন মেনে চলার আহ্বান জানান।করোনার সংক্রমণ রোধে ১৮ দফা নির্দেশনার পর আগামীকাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ খবরে মানুষের মধ্যে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। এজন্য সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।এ সময় দেখা গেছে, হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাতে হাঁটছেন নানা পেশার মানুষ। তাদের লক্ষ্য গন্তব্যের বাসে ওঠা। লকডাউনের সময় কর্মহীন সময় কাটাতেই গ্রামের দিকে ছুটছেন তারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা ঢাকা ছাড়ছেন। তবে বাস টার্মিনালে অনেক যাত্রী ও টিকিট কাউন্টারে অনেকের মুখের পরিবর্তে থুতনিতে মাস্ক দেখা যায়।রোববার (৪ এপ্রিল) সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে এসব চিত্র দেখা যায়।জানা গেছে, লকডাউনের ঘোষণা শোনার পরপরই কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীরা যোগাযোগ শুরু করেন। অনেকে আবার সপরিবারে ভোরে টার্মিনালে এসে টিকিটের জন্য অপেক্ষা করছেন। তবে কাউন্টারগুলো থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে না। শুধু সরকারিভাবে যে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছিল তাই কাউন্টার থেকে নেয়া হচ্ছে।এদিকে, যাত্রী ও অনেক টিকিট কাউন্টারে শ্রমিকদের মাস্ক থুতনিতে পরতে দেখা গেছে। কিছু কিছু পরিবহনের কাউন্টারে ভেতরেই টিকিট মাস্টারকে সিগারেট খেতেও দেখা যায়। যারা মাস্ক পরছেন না তাদেরকে মহাখালী বাস টার্মিনালের মাইক কন্ট্রোল রুম থেকে মাস্ক পরার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে।