আজ পদ্মা সেতুতে বসানো হবে সবশেষ স্প্যান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- আবহাওয়া অনুকূলে থাকলে আজ ( ৯ ডিসেম্বর) পদ্মা সেতুতে বসানো হবে সবশেষ স্প্যান। ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১তম স্প্যানটি বসলেই সম্পূর্ণ দৃশ্যমান হবে সেতুর নির্মাণ।

শেষ হবে দীর্ঘদিনের অপেক্ষার। আর তাই শেষ স্প্যান বসানোর আনন্দে ভাসছেন সেতুর শ্রমিক, প্রকৌশলীসহ পদ্মাপাড়ের মানুষেরা।

প্রমত্তা” পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা পিলারগুলোতে একের পর এক স্প্যান বসে জোড়া লাগিয়েছে দীর্ঘ দিনের স্বপ্নকে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসতে প্রস্তুত শেষ স্প্যান টু-এফ।

৪১ তম স্প্যানটির দুই পাশে থাকছে বাংলাদেশ ও চীনের পতাকা, যা বহন করছে করবে দুই দেশের সম্পর্ক অটুট রাখার বার্তা।

পদ্মা সেতুর দৃশ্যমান

নানা প্রতিকূলতা মোকাবেলা করে প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে প্রথম থেকে ৪০ টি স্প্যান সফলভাবে বসেছে। শেষ স্প্যানটিকে পিলারে বসাতে প্রস্তুত রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন।

স্প্যান বসানোকে ঘিরে তাই দেশি বিদেশি প্রকৌশলী, শ্রমিকদের মধ্যে এখন উৎসব আমেজ।শুরুতে একেকটি স্প্যান বসাতে সময় লাগতো কয়েকমাস।

প্রবল স্রোতসহ নানা প্রতিকূলতায় সেতুর নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দ্রুত সেতুর কাজ এগিয়ে যাওয়ায় আনন্দিত স্থানীয়রা।শেষ স্প্যানটি বসানোর কাজ শেষ হলে পুরোদমে চলবে রেলওয়ে এবং সড়কপথের স্ল্যাব বসানোর কাজ।

প্রমত্তা পদ্মায় ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতু গড়বে নতুন দিগন্ত। সেই আশায় আছে পুরো দেশবাসী ।