আট বছর পলাতক থাকার পর যুদ্ধাপরাধের দায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঢাকা জেলা:-ঢাকা জেলার আশুলিয়া থেকে আট বছর পলাতক থাকার পর যুদ্ধাপরাধের দায়ে পরোয়ানাভুক্ত আসামি আজহার আলীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২।

গ্রেফতারকৃত মো. আজহার আলী শিকদার (৬৮) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মৃত হাজী আহমেদ আলী শিকদারের ছেলে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব- ২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি ফজলুল হক জানান, মুক্তিযুদ্ধ চলাকালে বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে আজহার আলী শিকদার ও তার সহযোগীরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ২০১৬ সালের ১৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উক্ত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।