আদালতের নির্দেশে নাটোরের খাদ্য গোডাউনে নিম্নমানের চাল জব্দের ঘটনায় এলএসডি সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মতিন নাটোর জেলা প্রতিনিধি// আদালতের নির্দেশে নাটোরের খাদ্য গোডাউনে নিম্নমানের চাল জব্দের ঘটনায় নাটোর সদর খাদ্য গুদামের লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিনসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নাটোর থানা পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) নাটোর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মতিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মফিজ উদ্দিন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. তরিকুল ইসলাম (৫২), নিরাপত্তা প্রহরী মো. তৈয়ব (৫৫) ও খাদ্য গুদামের চাল সরবরাহকারী মো. বেলালুজ্জামান বেলুসহ (৬০) আরও ১০/১২ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, বাদী বিশ্বস্থ সূত্রে জানতে পারেন যে, নাটোর নাটোর সদর এলএসডি’র ছয় নম্বর গোডাউনের প্রধান গেটের সামনে কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজসে চালে ভেজাল দিয়ে তা খাবার অযোগ্য করে তোলে।

খবর পেয়ে নাটোর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন ওসি আব্দুল মতিন। পরে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি।

ঘটনাস্থলে গিয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফরোজা খাতুন, নাটোর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমাসহ গণমাধ্যমের কর্মীরা ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও উপস্থিতিতে নিম্নমানের চালসহ একটি ট্রাক জব্দ করেন।

পরে ২৩ আগস্ট জব্দ তালিকা এবং গণমাধ্যমের খবর নজরে আসলে আদালত স্বপ্রণোদিত হয়ে নাটোর থানা পুলিশকে মামলা দায়ের করে আদালতকে গত ২৫ আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দেন।

নির্দেশে নাটোরের খাদ্য গোডাউনে নিম্নমানের চাল জব্দের ঘটনায় নাটোরে (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিনসহ ১৭ জনকে আসামী করে *মামলা* দায়ের