আফসোস ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলেও শেষ পর্যন্ত শিরোপা উল্লাসে মাতা হয়নি লস ব্লাঙ্কোদের

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডেইলি বাংলাদেশ টুডে// মাদ্রিদের জয়ের দিনে শিরোপা উল্লাসে মাতা হলোনা রিয়াল মাদ্রিদের। শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে ২ নম্বরে থেকে লিগ শেষ করেছে লস ব্লাঙ্কোরা। আরেক ম্যাচে, এইবারকে ১-০ গোলে হারিয়ে ৩ নম্বরে থেকে লিগ শেষ করেছে মেসির বার্সেলোনা। এবারের লা লিগায় শেষ ম্যাচ পর্যন্ত শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল গেল আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু আফসোস ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলেও শেষ পর্যন্ত শিরোপা উল্লাসে মাতা হয়নি লস ব্লাঙ্কোদের। এর আগে ঘরের মাঠে অনেক আশা নিয়েই এদিন ভিয়ারিয়ালের মুখোমুখি হয় রিয়াল। ম্যাচের ২০ মিনিটেই অবশ্য পিছিয়ে যায় তারা। ভিয়ারিয়ালের হয়ে লিড আনেন ইয়েরেমি পিনো।এরপর রক্ষণভাগে মনোযোগী ভিয়ারিয়াল বেশ খানিক্ষণ ধরে রাখে এই লিড। প্রথমার্ধ্বে গোল পরিশোধে ব্যর্থ হয় মাদ্রিদিস্তারা।দ্বিতীয়ার্ধ্বে ফিরেও ম্যাচে ফিরতে অনেকটা সময় নেয় জিদানের দল। অবশেষে ৮৭ মিনিটে করিম বেনজেমা সমতায় ফেরান ম্যাচ।ম্যাচ ড্রয়ের পথেই যাচ্ছিল। পরে যোগ করা সময়ে বেনজেমার অ্যাসিস্টে লুকা মদ্রিচ গোল করে স্বস্তি ফেরান রিয়ালের হয়ে। আর তাতেই জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোদের।এদিকে নিজেদের শেষ ম্যাচে বার্সেলোনা আতিথ্য নেয় এইবারের। আগেই শিরোপা স্বপ্ন শেষ হওয়া বার্সা এদিন মাঠে নামে টেবিলের ৩ নম্বর জায়গাটা মজবুত করে লিগ শেষ করার মিশনে। এইবার প্রতিপক্ষ হিসেবে দুর্বল। তাই এদিন লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামে কাতালানরা। একের পর এক ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচের প্রথমার্ধ্ব থাকে গোলশূন্য। বিরতির পরও ম্যাচের দৃশ্যপট থাকে একই। মেসির অভাবটা যেনো এদিন হাড়ে হাড়ে টের পায় কাতালানরা। অবশেষে ৮১ মিনিটে ভাঙ্গে ডেডলক। আঁতোয়া গ্রিজম্যান এনে দেন সেই কাঙ্ক্ষিত গোল। পরের সময়টুকু রক্ষণদুর্গ সামলেছে বার্সা। আর শেষপর্যন্ত কষ্টার্জিত জয় নিয়ে ঘরে ফিরেছে কোম্যানের দল।