আবার বাড়লো এলপি গ্যাসের দাম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। ৮ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮২ টাকা। রোববার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

নতুন দাম রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। গত ২ জানুয়ারি ভোক্তা পর্যায়ে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

১২ কেজির এলপিজি বাসা-বাড়ির রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। টানা ৮ মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে এলপিজির দাম।