আমরা ক’জন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া)// কুষ্টিয়ার দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ) উপজেলার বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস মহা বিদ্যালয় প্রাঙ্গনে অন্বেষণ পাঠাগার ও আমরা ক’জন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাঃ এ এস এম মুসা কবির। অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিকেল কলেজের লেকচারার ডাঃ এ. জে. এম মুছাদ্দেক রেজা রিপন সহ স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ক’জনের সদস্যরা উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫০ জন শিশু-কিশোর-কিশোরী অংশ নেয়। অনুষ্ঠানে সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট রক্তের গ্রুপ নির্ণয়,সেচ্ছায় রক্তদান এবং স্বাস্হ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করেন। শেষে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দরা পুরস্কার বিতরণ করেন।