আর সুরের ঢেউ উঠবে না পঙ্কজ উদাসের কণ্ঠে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খসে পড়লো সঙ্গীত জগতের আরেক তারা। মারা গেলেন জনপ্রিয় গজল শিল্পী পঙ্কজ উদাস। ৭২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন তিনি।

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। শিল্পীর কন্যা নায়াব উদাসও তার ইনস্টাগ্রাম পেজে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখভরাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি, আপনাদের প্রিয় পঙ্কজ উদাস আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৬ ফেব্রুয়ারি তিনি মারা গেছেন।

গুনী এই শিল্পী মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে।

পঙ্কজ উদাসের শেষকৃত্য ২৭ ফেব্রুয়ারি সম্পন্ন হবে বলে জানা গেছে।

১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে জন্ম পঙ্কজ উদাসের। কেশুভাই উদাস ও জিতুবেন উদাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন ছোট। পরিবারসূত্রেই তার সঙ্গীতে হাতেখড়ি। 

বাংলা-হিন্দি ভাষা মিলিয়ে অসংখ্য গান উপহার দিয়েছেন পঙ্কজ উদাস। ‘চান্দি জ্যায়সা’, ‘না কাজরে কি ধার’, ‘আহিস্তা’র মতো তার গাওয়া সব গজল আজও শ্রোতাদের মনের মাঝে স্থান করে রেখেছে। তিনি অনেক বাংলা গানও গেয়েছেন। ‘তুমি খাঁচা হলে আমি হব পাখি’, ‘বন্ধু ভাবতে পারো আমায়’, ‘যদি আরেকটু সময় পেতাম’র মতো গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে।