ইংলিশ লিগের ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউ-ম্যানসিটি মুখোমুখি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুজ্জামান সজীব:- ইউরোপিয়ান ক্লাব ফুটবলে একই রাতে দুই জমজমাট ডার্বির অপেক্ষায় ফুটবল দুনিয়া।ইংলিশ লিগের ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউ-ম্যানসিটি মুখোমুখি হবে রাত সাড়ে ১১টায়।

অন্যদিকে স্প্যানিশ লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ।লা লিগায় চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে রিয়ালের চেয়ে অনেকটা এগিয়ে গেছে দিয়েগো সিমিওনের আতলেতিকো।

লস ব্লাঙ্কোদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে লিডারবোর্ডের মাথায় তারা। রোয়ি ব্লাঙ্কোদের চেয়ে একটা ম্যাচ বেশি খেলেও টেবিলের চার নম্বরে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় গেছে, তবে জিদানের দল ফিরেছে জয়ের ধারায়।

আর আতলেতিকোর সাথে হেড টু হেডে শেষ পাঁচ ম্যাচে তিনটাতে জয় আছে জিদানের ছেলেদের। হোমগ্রাউউন্ডে সেই আত্মবিশ্বাস নিয়েই নামছে রিয়াল মাদ্রিদ।ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাটেডের খারাপ সময় কাটছেই না।

নিজেদের শেষ পাঁচ ম্যাচের দুইটাতেই হেরেছে ইংলিশ জায়ান্টস। তবে রেড ডেভিলদের চেয়ে খারাপ অবস্থা ওদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির। ম্যানইউ ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে। সমান দশ ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে পেপ গার্দিওলার দল তাদের আরো এক ধাপ নিচে।

লিডারবোর্ডের ওপরের দিকে উঠতে এই ম্যাচটাকে তাই গুরুত্ব দেবে দুই দলই। ম্যানচেস্টার ডার্বির হেড টু হেডে অবশ্য রেড ডেভিলরা এগিয়ে। তিন জয় আর দুই হার তাদের।