ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের স্থানান্তরের ব্যবস্থা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// ইউক্রেনে চলমান যুদ্ধে এখন পর্যন্ত কোনও বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ডে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এই পরিস্থিতির কারণে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না বরেও জানান তিনি।বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য পোল্যান্ড অ্যাম্বাসি একটা বিজ্ঞপ্তি জারি করেছিলো। পোল্যান্ড সরকার বাংলাদেশিদের দুই সপ্তাহ রাখার অনুমতি দেবে। আড়াইশ’র মতো বাঙালি পোল্যান্ডে আসতে চেয়েছেন। আজ সকালে পোল্যান্ড অ্যাম্বাসিকে বিষয়টি জানানো হয়েছে। আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের খরচে তাদের ভিন্ন জায়গায় স্থানান্তরের জন্য।

তবে ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে তাদের নিজ খরচে আসতে হবে।তিনি আরও বলেন, পোল্যান্ডে তাদের রেখে দেয়ার পরিকল্পনা নাই, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ বিমানসহ কয়েকটি কোম্পানির সঙ্গে কথা হচ্ছে।ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কোনও হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে শাহরিয়ার আলম আরও বলেন, এই ইস্যুতে বাংলাদেশ আগের সিদ্ধান্তেই আছে।

আমাদের ফরেন পলিসি অনুযায়ী আমার ইন্টারফেয়ার করব না। আমরা পরিস্থিতি অবজার্ভ করছি। ইউক্রেন ইস্যুতে দ্রব্যমূল্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।