ইতিহাসের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- কেভিড১৯ মহামারীর মধ্যেও ইতিহাসের সব রেকর্ড ভেঙে জুলাই মাসে ২৬০(দুই শত ষাট) কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অতীতে কখনও এক মাসে এত পরিমাণ রেমিট্যান্স দেশে আসেনি।রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসায় ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭২৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ১৬ হাজার ২০৪ কোটি টাকা।

রেমিটেন্স ডলার

সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুনে; ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

গত ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছিল। টাকার অংকে যার পরিমাণ এক লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।এর আগে কোনো অর্থবছরে এত অর্থ দেশে আসেনি। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময়ে প্রবাসীরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

সেই হিসাবে ২০১৮-১৮ অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার বা ১৫ পনেরো হাজার কোটি টাকা।

গত অর্থবছর রেমিট্যান্সের ওপর ঘোষিত দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। তাই চলতি অর্থবছরেও দুই শতাংশ প্রণোদনা দেয়া অব্যাহত রাখা হয়েছে।