ইভিএমে কারচুপির কারণে এই পরাজয়: তৈমূর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মাহে আলম রনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে কারচুপির কারণেই তার পরাজয় হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

সন্ধ্যায় ভোটের ফলাফলে সেলিনা হায়াৎ আইভীর কাছে বিপুল ভোটে পরাজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। এরআগে, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে কেন্দ্রে সিদ্ধিরগঞ্জ এলাকায় সাংবাদিকদের তিনি বলেন, আজকের নির্বাচনে গোলযোগ হয়নি।

তবে ভেতরে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না, তা দেখতে হবে।তৈমূর বলেন, ‘ভোট যেটা হয়েছে, কোনো প্রকার গোলযোগ ছাড়াই ভোট শেষ হয়েছে। তবে ভেতর থেকে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না সেটা দেখতে হবে।

তিনি বলেন, ‘ইভিএম মেশিনগুলো বেশিরভাগ জায়গায় আমরা ত্রুটিপূর্ণ পেয়েছি। স্লো পেয়েছি, কোথাও কোথাও হ্যাং হয়ে গিয়েছে। এসব কারণে জনগণ সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারেনি।”এ সব নিয়ে বিস্তারিত দেখে আমরা পরে জানাব,’ বলেন তিনি।