ইলিশ নয়, ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক:- মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা।

ইলিশের বদলে পাঙ্গাস পেয়ে বেজায় খুশি জেলেরা।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই চাঁদপুরের জেলেরা জাল নিয়ে নদীতে নেমেছেন। জোয়ারে রাতে কিছু ইলিশ পান তারা। তবে শনিবার সকালে নদীতে দেখা যায় ভিন্ন চিত্র। লাল রঙের কট সুতার তৈরি জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস। ইলিশের বদলে পাঙ্গাস পেয়ে বেজায় খুশি জেলেরা।

রাজরাজেশ্বর মিনি কক্সবাজার এলাকার জুবায়ের জানান, তার নৌকায় জেলেরা ২৪টি পাঙ্গাস মাছ পেয়েছেন। হযরত আলী বেপারীর আড়তে সাড়ে ২২ হাজার থেকে ২৩ হাজার টাকা মণ দরে পাঙ্গাস মাছগুলো বিক্রি করেন। প্রতিটি পাঙ্গাস মাছের ওজন ৭ কেজি থেকে ১৮ কেজি পর্যন্ত।

কামাল আলী জানান, শনিবার সন্ধ্যার পরও অনেক পাঙ্গাস ঘাটে এসেছে। এদিন প্রায় ৪০০ মণ পাঙ্গাস চাঁদপুর ঘাটে এসেছে। ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

জেলেরা ইলিশের বদলে পাচ্ছেন পাঙ্গাস পেয়ে বেজায় খুশি। এটা চাঁদ পুরের মাছের আড়তের রাতের চিত্র।

বড়স্টেশন মাছঘাট সূত্রে জানা যায়, বছরের অন্যান্য সময় এমন পাঙ্গাস পাওয়া যায় না। ইলিশের সঙ্গে প্রচুর নদীর পাঙ্গাস মাছের দেখা দেওয়ায় ব্যবসায়ীরাও খুশি।