ঈদুল আযহার ছুটি বাড়লো

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদন:- দেশে পবিত্র ঈদুল আজহায় ছুটি বাড়লো একদিন। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় আগামী ২৭ থেকে তা কর্যকর হবে। যা শেষ হবে ৩০ জুন পর্যন্ত। তবে, এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে গত ঈদুল ফিতরের মতো এবারের কোরবানি ঈদেও ছুটি হিসেবে পাওয়া যাবে পাঁচদিন।এর আগে, আইনশৃঙ্খলা বিষয়ক কমিটি ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল। পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল।

এদিকে, হিজরি ১৪৪৪ সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা কর্তৃপক্ষের দেয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এছাড়া, সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে গতকাল রোববার (১৮ জুন)। দেশটিতে আজ থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সে হিসেবে ২৭ জুন হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে। সাধারণত দেশটির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। তবে, শেষ পর্যন্ত তা চাঁদ দেখার ওপর নির্ভর করে।