ঈদের জামাতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোহাতার হোসেন কুমিল্লা বিভাগীয় সংবাদদাতা:- কুমিল্লায় ঈদের জামাতে মোস্তাক ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকাল ৮টায় আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গুলিবিদ্ধ মোস্তাক ভূঁইয়া গোলাবাড়ি এলাকার সামসুল মিয়ার ছেলে। তিনি এলাকায় মুদি দোকানদার।

গুলিবিদ্ধ মোস্তাকের ভাই শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, গত ২৫শে ডিসেম্বর ইউপি নির্বাচনের আগের দিন ফরিদ মিয়ার ছেলে রুবেলের ঘর থেকে র‌্যাব অভিযান চালিয়ে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনার পর আমার ভাই মোস্তাককে সন্দেহ করে তারা। পরে আমার ওপরও হামলা হয়। এ ঘটনায় রুবেলসহ সাতজনকে আসামি করে মামলা করে আমার ভাই মোস্তাক। এর জের ধরে ঈদের নামাজের আগমুহূর্তে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করে রুবেল।এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, শুনেছি রুবেল ঈদের নামাজের শুরুর ৫ মিনিট আগে গুলি করেছে মোস্তাককে।

এ ঘটনা পুলিশ তদন্ত করছে।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পলাশ বিশ্বাস জানান, অপারেশনের মাধ্যমে মোস্তাকের পা থেকে গুলি অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত রয়েছেন।