ঈদের দিন আতশবাজি ফাটানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, হাসপাতালে ১৫

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঈদে আতশবাজি ফাটানোকে কেন্দ্র কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

শনিবার (২২ এপ্রিল) চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় উপজেলার কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাঠিপাড়া গ্রামের অহিদুল আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ (৫০), শেখ (৪০), আবুল হাসান (৩০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫)। তারা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন, আদিখালী গ্রামের মোহম্মদ শেখ (২৮), শাহজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০), স্বাধীন শেখ (১৬) ও খায়রুল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯) ও জুয়েল শেখ।

জানা গেছে, শনিবার সকালে ঈদ উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে দোকানপাট বসে। এ সময় কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে আদিখালী গ্রামের কিশোর স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে। এতে বাজির শব্দে ক্রেতারা ভয় পান। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীনকে মারধর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই গ্রামের প্রায় ১৫ জন আহত হয়েছেন। পরে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান ডেইলি বাংলাদেশ টুডে ডটকম”কে জানান, শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।