উড়োজাহাজের জ্বালানির দাম বাড়ল লিটারে ১৯ টাকা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ফরিদ আহমেদ স্টাফ রিপোর্টার:- আরেক দফা বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম। এবার প্রতি লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১ লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১৩০ টাকা। চলতি মাসের প্রথমার্ধ থেকেই এ দাম কার্যকর করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, চলতি মাসের ৯ জুলাই থেকে প্রতি লিটার জেট ফুয়েল ১৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। বর্তমানে এ দরেই বিক্রি হচ্ছে উড়োজাহাজের জ্বালানি।সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়ে হয় ১১১ টাকা।

এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার। পরিসংখ্যান থেকে দেখা যায়, গত ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা।

এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা হয়। এক মাস আগে ৯ ফেব্রুয়ারি জ্বালানিটির দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর ও আগস্টেও দাম বাড়ানো হয়েছিল। ২০২১ সালের এপ্রিলে জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ৬১ টাকা।

এ ব্যাপারে বিপিসি জানিয়েছে, অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটের ক্ষেত্রে দাম বেড়েছে জেট ফুয়েলের। দাম বাড়ানোর পর বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েল কিনতে খরচ হচ্ছে ১৩০ টাকা।গত দু’বছরে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

এর সরাসরি প্রভাব পড়েছে ফ্লাইট খরচের ওপরে। জেট ফুয়েলের দাম বাড়ায় বেড়ে গেছে এয়ারলাইনসের খরচ, টিকেট ভাড়া ও যাতায়াত ব্যয়।