এবার পদ্মা সেতু নয়, ঈদ যাত্রায় বিদুৎতের খুটির সাথে ফেরির ধাক্কা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মাদারীপুর জেলা প্রতিনিধি:- পদ্মা সেতু নয় ঈদ যাত্রায় এবার বিদুৎতের খুটির সাথে ফেরির ধাক্কা লেগেছে এতে ফেরিতে থাকা একটি এম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে গেছে।

রবিবার রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর নিকটে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুটির সাথে ধাক্কা লাগে ফেরিটির এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী এম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙ্গে চুর্নবিচুর্ন হয়ে যায়। তখন আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে।

যাত্রীরা জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষন পরেই পদ্মার সেতুর পাশে নদীর মাঝ খানে থাকা বিদুৎতের খুটির সাথে ধাক্কা লাগে বাহিরে বৃষ্টি হচ্ছিলো, ফেরি কর্তৃপক্ষ কোন লাইট জালাইনি। আমাদের কোন সর্তক করেনি। ধাক্কা লেগে যখন ফেরি ঢালা হেলে পড়তেছে তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার, সালাউদ্দিন আহম্মেদ ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, ফেরিটি ঝড়ের কারণে বিদুৎতের খুটির সাথে লেগে গেছে। ফেরিটি নিরাপদে আছে।ফেরিটির কোন ক্ষতি হইছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আমাদের মেরিন কর্মকর্তার বলতে পারবে।