ওটিটিতে দীঘির অভিষেক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বিনোদন ডেস্ক:- তুলি ভালোবেসে ঘর বাঁধে শ্যামলের সঙ্গে। কিন্তু শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি কখনো।

দীঘি

এই টানাপোড়ন চলতে থাকে তুলি-শ্যামলেরসংসার। কিন্তু এক সময় দাম্ভিক মা জিতে গিয়েও হেরে যায়! এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম শেষ চিঠি।

সেখানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ইয়াশ রোহান ও প্রার্থনা ফারদিন দীঘিকে। ইয়াশ ও দীঘির পাশাপাশি এতে দেখা যাবে সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীকে।

সুমন ধর পরিচালিত শেষ চিঠি’র গল্পে আছে প্রেম, পরিবার আর বিচ্ছেদের রেশ। এতে রয়েছে দুটি গান।

দীঘি বলেন, এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার। ‘শেষ চিঠি’ কাজটি তেমনই। গল্পটি আমার খুব কাছেও পছন্দের। এই কাজটি দিয়ে ওয়েবে আমার ডেবিউ হচ্ছে। আমার বিশ্বাস, দর্শক ভালোবাসা দিয়ে গ্রহণ করবে।

আমাকে বেশি কটাক্ষ করে: স্বস্তিকাঅভিনেতা ইয়াশ বলেন, চরকির সঙ্গে এ পর্যন্ত আমার দুটি কাজ করা হয়েছে। প্রতিটার গল্প ও আমার চরিত্র একদম ভিন্ন ছিল। শেষ চিঠি-তেও এর ব্যতিক্রম হয়নি। এখানে আমার যে চরিত্রটা দেখানো হয়েছে এখানেও একদম ভিন্ন ইয়াশকে দেখবে দর্শক।

পরিচালক সুমন ধর তার কাজ নিয়ে বলেন, ‘নির্মাণের সঙ্গে আমি দীর্ঘদিন রয়েছি। সব সময় চেয়েছি ভালো নির্মাণ দিয়ে দর্শকের মন জয় করতে। বর্তমানে পুরো দুনিয়াসহ আমাদের দেশেও ওটিটি এখন বিশাল মার্কেট তৈরি করে ফেলেছে।

নতুন ও ভিন্নধর্মী কনটেন্ট দেখার জন্য দর্শক দিন দিন ওটিটির দিকে ঝুঁকছে। আমিও চেষ্টা করেছি শেষ চিঠি-এর মধ্য দিয়ে ওটিটির জন্য নতুন গল্প দেয়া।’বৃহস্পতিবার রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ‘শেষ চিঠি’।