ওয়ার্ড কাউন্সিলরের দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক শাহীন রেজা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়া পৌরসভার ১৯নং ওয়ার্ডের কাউন্সিলরমীর রেজাউল ইসলাম বাবুর দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেলেন।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য, কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক গণকন্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক ডাকুয়ার নির্বাহী সম্পাদক শাহীন রেজা।

উল্লেখ্য যে গত ১৭ তারিখ সন্ধ্যার পর কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু ও তার পার্টনার চিকুকে জড়িয়ে ত্রানের চাউল নিয়ে দেশের বিভিন্ন গনমাধ্যম, অনলাইন পত্রিকায় সংবাদ পরিবেশিত হলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক শাহীন রেজার বিরুদ্ধে কাউন্সিলর বাদী হয়ে গত ১৯/০৪/২০২০ তারিখে দুপুর ১টার সময় তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া সদর মডেল থানায় ১৮৬০ সালের পেনাল কোডে ৩৮৫ ধারায় দায়ের করেছিল।

উক্ত মামলাটি এস আই লিপন সরকার দীর্ঘদিন ধরে তদন্ত সাপেক্ষে কুষ্টিয়া অতিরিক্ত সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফ আর টি প্রতিবেদন জমা দেন গত ৩০/০৯/২০২০ তারিখে। উক্ত প্রতিবেদনের আলোকে আজ সোমবার ০২/১১/২০২০ কুষ্টিয়া অতিরিক্ত সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করলে উক্ত মামলা হতে তাকে অব্যাহতি প্রদান করেন।

এ বিষয়ে সাংবাদিক শাহীন রেজা বলেন, আমি কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, কোষাধক্ষ্য মিলন উল্লাহ ও কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ হাসান বেলাল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস সহ সকল নেতৃবৃন্দ এবং সকল মিডিয়া কর্মীরা ওই সময় আমার মামলার বিষয়টি নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশ করে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিলেন।

এ জন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের অভিভাবক সাংবাদিক নেতা শাবান মাহমুদকে, যিনি আমার মামলার বিষয় নিয়ে ঐদিন রাতেই টিভিতে এক প্রতিবাদী টকশো করেছিলেন তাকে আমি অন্তরের অন্তস্থল থেকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কুষ্টিয়ার সহ দেশের সকল সাংবাদিক ভাই বোনদের প্রতি রইলো আমার অশেয কৃতজ্ঞতা।