কনডেম সেলের দুর্বিষহ জীবন থেকে মুক্তি চেয়ে হাইকোর্টে রিট

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// কনডেম সেলের দুর্বিষহ জীবন থেকে মুক্তি চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিন বন্দি। রিটে বলেন, ফাঁসির রায়ের পরপরই কাউকে যেন কনডেম সেলের অন্ধকার প্রকোষ্ঠে না নেয়া হয়।

আপিল বিভাগ সাম্প্রতিক এক রায়ে বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।কনডেম সেল। মামলা জটে যেখানে বছরের পর বছর বন্দি কয়েক হাজার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। স্ত্রী সন্তান হত্যায় ২০ বছর কনডেম সেলে থাকার পর ২০২০ সালের আগস্টে খালাস পান খুলনার শেখ জাহিদ। একই সেলে ১৫ বছর থাকার পর মুক্তি পান কিশোরগঞ্জের মকবুল।

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মতে মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হয়। কিন্তু হাইকোর্ট বিভাগে বর্তমান ২০১৫ ও ২০১৬ সালের বিচারিক আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি চলছে।

সেই হিসেবে ২০২১ সালে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হবে ২০২৬ সালে।এমন বাস্তবতায় হাইকোর্টে রিট করলেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কনডেম সেলে থাকা ৩ বন্দি।

যাদের প্রত্যেকের আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।রিটে মামলা চলাকালে সাজাপ্রাপ্তদের কনডেম সেল থেকে স্বাভাবিক সেলে রাখার আবেদনও করা হয়েছে।সারাদেশে কনডেম সেলে বর্তমানে ২ হাজার ৫শ’ ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন।