কপোতাক্ষ নদীর তীরে গণকবরের সন্ধান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মবিনুর রহমান রিমন মহেশপুর উপজেলা প্রতিনিধি ঝিনাইদ:- ঝিনাইদহের মহেশপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে একটি ‘গণকবরের’ সন্ধান পাওয়া গেছে।

আজ রবিবার (১৫ই মে) দুপুরে উপজেলা শহরের কপোতাক্ষ নদীর তীরে নদী খননের সময় এ কবরের সন্ধান পাওয়া যায়।স্থানীয়রা জানান, খননের সময় শহরের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পায় এলাকাবাসী।

পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো তুলে রাখেন সেখানে।স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, ‘নদী খনন করার সময় এগুলো পাওয়া গেছে। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে হাড় ও খুলিগুলো দেখতে পান।

পরে সেগুলো সাজিয়ে রাখেন। এখনও ওই অবস্থায় আছে।’বয়োজ্যেষ্ঠদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন মহেশপুরে পাকস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্নস্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো।

পরে তাদের গণকবর দিত। এটি তার একটি।’এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি।

এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের। এটা সংরক্ষণের ব্যবস্থা করব।