কম দামে নয় জোর করে জমি লিখে নিতেন ফরিদপুরের দুই ভাই রুবেল ও বরকত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আব্দুল মান্নান ফরিদপুর জেলা প্রতিনিধি:- জমি নেশা ছিল রুবেল বরকতের , কোন জমি পছন্দ হলেই মালিকের কাছ থেকে কম দামে কিনতো, নয় তো জোর করে লিখে দিতেন ।এভাবেই হাজার হাজার বিবির সম্পত্তির মালিক হয়েছেন তারা আর সাধারন মানুষ জমি হারিয়েছে হয়েছে নিঃশেষ।

মমিন ও বাবু দুই বন্ধু।ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কের সামনে গাড়ির পার্টস এর দোকান অনেকদিন জমানো টাকা সঙ্গে ধার নিয়ে প্রায়ই 26 লাখ টাকার বাইপাস সড়কের পাশে ৫.১৯ শতক জমি কেনেন। ইচ্ছা ছিল গাড়ির একটা বড় বড় গ্যারেজ বানাবে দুই বন্ধু মিলে পাশেই রুবেল বরকতের যাবে একদিন দেখে যান জানিয়ে দেন মমিনো বাবুর জমি ওদের লাগবে জানান আমাদের চাপ দিতে থাকে জমি লাগবে বলে জমি আমাকে দিয়ে দাও এ কথা বলার পর দিন সকালে এসে দেখি ১০ ফুট দেওয়াল দিয়ে ঘিরে ফেলেছে আমাদের জমি।

জমি লিখে নেওয়ায় কাহিনী বলে বাবুতিনি বলেন জমির সামনে শুধু দেয়াল দিয়ে থামেনি জমি তাদের নামে রেজিস্ট্রি করে নেন তারা মন্ত্রীর পুরনো বাড়িতে আয় বলে তারা সেখানে যাবার পর বলে দলিলে সই কর জীবন বাঁচানোর ভয়েস হই করে দিয়ে আসলাম আমার বাড়ি লিখে নিল না ঘর লিখে নিল তাও জানতে পারলাম না।

মমিন ও বাবুর সাথে রুবেলের রক্তের সম্পর্ক না থাকলেও কিভাবে হেবা দলিল করা হলো তা জানতে দুপুর দুইটায় যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিসে পাওয়া যায়নি বার বার ফোন করলেও তিনি সাড়া দেননি তার অফিসের দুইটাই শেষ বলে জানান অফিসে পর তারা অথচ মমিনপুর জমির দলিল রেজিস্ট্রি করা হয়েছে সন্ধ্যার সময় পর দিন গেলে সংস্থার কর্মকর্তা কথা বলতে সরকারের নিষেধাজ্ঞা অজুহাত দেখিয়ে মুখ খুলেনি এভাবে ভূমি অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় মানুষের জমি লিখে নিয়েছে রুবেল বরকত ও তার বাহিনী এখন পর্যন্ত রুবেলের ২৭৫৯ বাঘা জমির সম্পতির খোঁজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।