করোনা আক্রান্ত উল্লেখ করে দুদকে ডিএজি রূপার চিঠি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- করোনা আক্রান্ত উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা দুর্নীতি দমন কমিশন-দুদকে চিঠি পাঠিয়েছেন।

বুধবার তার চিঠি দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার হাতে আসে।চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ায় জিজ্ঞাসাবাদে হাজির হতে পারছেন না। তবে তিনি করোনা আক্রান্ত কি-না তা যাচাই করে দুদক পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে, জি কে শামীমসহ বিভিন্ন আসামির জামিন পেতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক নোটিশে তাকে ৪ঠা নভেম্বর সকালে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি নিয়ে হাজির হতে বলা হয়।

দুদকের নোটিশে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও হাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জি কে শামীমসহ বিভিন্ন আসামিকে জামিন পাইয়ে দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।