করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার:- প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন। হাসানুল হক ইনুর শারিরীক অবস্থা বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল।

সাবেক এই তথ্যমন্ত্রীর গানম্যান কোভিড পজিটিভ হলে চলতি মাসের ১২ তারিখ সকালে জাতীয় সংসদের কোভিড বুথে কোভিডের টেস্ট করান।

দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান।

দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকগণ তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন।

তিনি ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে সতর্কতামূলকভাবে

গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন অর্থ্যাৎ ১৬ জানুয়ারি তার তৃতীয়বার কোভিড টেস্ট হয়।

ওই দিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে