কাজ শেষ হওয়ার দুই মাসের মাথায় পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি// কাজ শেষ হওয়ার দুই মাসের মাথায় পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে রাজবাড়ী শহর রক্ষা বাঁধের সিসি ব্লক।এক দিনে নদীগর্ভে বিলীন হয়েছে কংক্রিটের ব্লকের প্রায় একশ’ মিটার অংশ। এ অবস্থায় হুমকি রয়েছে শহর রক্ষা বাঁধ। অপরিকিল্পিতভাবে কাজ করায় এই অবস্থা বলে অভিযোগ নদীপাড়ের মানুষের। এদিকে অব্যাহত ভাঙন ঠেকাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।পদ্মার ভয়াবহ ভাঙন থেকে রাজবাড়ীকে বাঁচাতে ২০১৮ সালে শুরু হয় শহর রক্ষা প্রকল্প। চলতি বছরের ৩১শে মে তিনশ’ ৭৬ কোটি টাকা ব্যয়ে শেষ হয় কাজ। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় সিসি ব্লকে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পদ্মায় বিলীন হয় কংক্রিটের সিসি ব্লকের একশ’ মিটার অংশ। ভাঙন ঝুঁকিতে শহর রক্ষা বাঁধসহ শত শত স্থাপনা। এ অবস্থায় আতঙ্কিত হাজার হাজার মানুষ।অপরিকল্পিত কাজ ও অনিয়মের কারণেই এই ভাঙন এমন অভিযোগ স্থানীয়দের।কিন্তু পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি, নদীর গতিপথ পরিবর্তন ও তীব্র স্রোতের কারণে সিসি ব্লকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ভাঙন ঠেকাতে কাজ চলছে। এঅবস্থায় ভাঙন রোধে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়ার দাবি নদী পাড়ের মানুষের।