কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বোমার বিস্ফোরণে ১২ জন নিহত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আন্তর্জাতিক ডেস্ক// কাবুল বিমানবন্দরের বাইরে শক্তিশালী বোমার বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সিএনএন তাদের খবরে বলছে, কাবুল বিমানবন্দরের প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। হামলার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হোয়াইট হাউস কর্মকর্তারা এ ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহতি করেছেন বলেও জানা গেছে। বিস্ফোরণ ঘটানোর বিশয়টির সত্যতা নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।এ ঘটনায় কাবুল বিমান বন্দরে অবস্থানরত কোনও ব্রিটিশ সেনা হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্য।

উল্লেখ্য, ইতিপূর্বে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা জানিয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করে দেয় অস্ট্রেলিয়া,যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ। অবিলম্বে বিমানবন্দরের বাইরে অবস্থানরতদের ওই এলাকা ছাড়ার পরামর্শও দেওয়া হয়।

বিবিসির খবরে বলা হচ্ছে, বিমানবন্দরের বাইরে গোলাগুলির শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে।আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ তাদের টুইটার ফিডে বেশ কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে বহু আহত নারী ও শিশুকে সেখান থেকে হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে।