কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে চালক ইকতার হোসেনকে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লা আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (৩০), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবে বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটির ছেলে সুমন (২২) ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবে বাড়ি) গ্রামের রুবেল (২৩)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে সিএনজি অটোরিকশাচালক ইকতার হোসেনকে যাত্রীবেশী চার ছিনতাইকারি এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে লাশ কচুরিপানা দিয়ে ঢেকে গুম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পরদিন ২৫ এপ্রিল কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আ. রহমান বাবুর্চীর ছেলে নিহতের বড়ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

পরে ওই চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেওয়া হয় এবং বিচারকার্যে শুনানি ও সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।