কুষ্টিয়ায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ভাঙ্গনের মুখে নদী

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়া জেলার পদ্মা ও গড়াই নদীর হাইড্রোগ্রাফিক চার্ট ব্যতীত অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে ।

গত ০১-২০-২০২০ টেন্ডার নোটিশের শর্ত অনুযায়ী নদী ও হাইড্রোগ্রাফিক চার্ট এলাকার মধ্যে থেকে কোনভাবেই বালি বা মাটি উত্তোলন করা যাবে না ।

কিন্তু কুষ্টিয়া জেলার গড়াই ও পদ্মা নদীর সীমানায় সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, নদীর সীমানা ও হাইড্রোগ্রাফিক চার্ট এর বাইরে টেন্ডার নোটিশ এ উল্লেখিত ২১টি বালুমহালের কোন অস্তিত্ব ছিল না বা নেই বা মাটি-বালি আইনে সমর্থন নয় ।

অবাধে বালি উত্তোলনের ফলে পদ্মা গড়াই নদী থেকে লালন শাহ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গড়াই নদীর মীর মোশারফ হোসেন সেতুর আশেপাশের অনেক বেসরকারি স্থাপনা, আবাদি জমি, মৎস্য খামার ও স্কুলের জায়গা নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে ,

এদিকে নদী ভাঙ্গনের বিষয়টি নিয়ে নদীর তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে ।