কুষ্টিয়ায় দুর্ধর্ষ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া :- কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযান চালিয়ে ডিবি পুলিশ, RAB ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে অভিনব কৌশলে ডাকাতি করা আন্তঃ দেশীয় ডাকাত দলের মূল হোতাসহ ৩ দূর্ধর্ষ ডাকাত সহ ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার উদ্ধার।

২টি বিদেশি পিস্তল ও গুলি বার্মিজ টিপ চাকু, ডেগার , মাদকদ্রব্য , বাংলাদেশ সেনাবাহিনীর লোগো যুক্ত টি-শার্ট, স্পেশাল সিকিউরিটি কমান্ডো লোগো যুক্ত টি-শার্ট, ওয়াকি টকি।

পুলিশ এর হ্যান্ড কাপ, নিরাপত্তা বাহিনীর বুট, RAB এর ব্যবহৃত ক্যাপ, নগদ টাকা ৯২১৩৩/- স্বর্ণালঙ্কার, একাধিক মোবাইল ফোনসহ রবিবার রাতে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যমতে বাংলাদেশে ২২ টি জেলায় গত তিন মাসে ১০০ টির উপরে ডিবি পুলিশ, RAB ও গোয়েন্দা সংস্থার পরিচয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছে।

ডাকাত দলের সদস্যরা প্রায় প্রতিদিনই এক বা একাধিক জেলায় ছিনতাই ও ডাকাতির কর্ম করে আসছে। গত ১৫ দিনে ডাকাত দলের সদস্যরা কুষ্টিয়া, যশোর ,ঝিনাইদহ ,পাবনা, রাজশাহী , বগুড়া, মানিকগঞ্জ ,বরিশাল, ঢাকা জেলা সহ একাধিক জেলায় তাদের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় ডিবি পুলিশ সকল সদস্যের নির্ঘুম ১৫টি রাতের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অভিযানের সফল সমাপ্তি ডাকাত দলের সদস্যদের আটক করতে সক্ষম হয় বলে আজ সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান।