কুষ্টিয়ায় প্রতিবেশীর কারাদণ্ড শিশু হত্যার দায়ে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে আরাফাত নামে এক বছর ৫ পাঁচ মাস বয়সী এক শিশু হত্যার দায়ে কোহিনুর (৫০) নামে এক প্রতিবেশী নারীর পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের এই রায় দেন।

পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত কোহিনুর বেগম দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়েরপাড়া গ্রামের ছফের স্ত্রী। কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের সূত্রে জানা যায় ২০২১ সালের ৮মে সকালে শিশু আরাফাত হোসেন বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

নিখোঁজের দু’দিন পর প্রতিবেশী কোহিনুর বেগমের বাড়ির রান্নাঘর থেকে শিশু আরাফাত হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ এবং কোহিনুর বেগমকে আটক করে। শিশু হত্যার এ ঘটনায় পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় কোহিনুর বেগমের নামে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুন কুমার দাস তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই আদালতে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।