কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থীদের আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):- মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম” এই স্লোগানকে ধারণ করে কুষ্টিয়ায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া রোজ হলিডে রিসোর্ট এন্ড পার্কে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে “ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড”-এর উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।এতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম শান্তনু।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (মিরপুর-ভেড়ামারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এর সহধর্মিণী সামসুল নাহার শেফালী,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মো. মোফাজ্জল হক, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,প্রমুখ।এসময় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় “আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা বৃত্তি” নামে প্রতি বছরের ন্যায় এবারো কুষ্টিয়া জেলায় এসএসসি/সমমান ২০২২ এ জিপিএ ৫.০০ প্রাপ্ত ৫০ জন অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।