কুষ্টিয়ার চাল রশিদ ও ব্যাংকের দুর্নীতি রুখে দিল উচ্চ আদালত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।কুষ্টিয়ায় ৯২ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৯ কোটি টাকায় নিলামে বিক্রির অভিযোগ উঠেছে ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার বিরুদ্ধে।

জানা যায়, কুষ্টিয়ার আইলচারায় অবস্থিত মেসার্স বিশ্বাস ট্রেডার্স এন্ড ভিআইপি রাইচ মিল ব্র্যাক ব্যাংক পোড়াদাহ শাখার নিকট ঋণ চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জমির ভ্যালুয়েশন ৯২ কোটি টাকা করে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪৩ কোটি টাকা ঋণ প্রদান করে। ভিআইপি রাইচ মিল সময়মতো ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ অতি গোপনে অখ্যাত কাগজে নিলাম বিজ্ঞপ্তি দিয়ে কুষ্টিয়ার চাউল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের নামে মাত্র ১৯ কোটি টাকায় ব্র্যাক ব্যাংক লিঃ পোড়াদহ শাখা গত ২৪/০৩/২০২২ ইং তারিখে নিলামে বিক্রি করে। ব্যাংক যেখানে ৪৩ কোটি টাকা পাবে, ব্যাংকের হিসাবে ঐ সম্পত্তির মূল্য ৯২ কোটি টাকা, সেখানে মাত্র ১৯ কোটি টাকায় নিলামের রহস্যের বিষয়টি জানতে পেরে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইচ মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের প্রোপাইটার শফিকুল ইসলাম উচ্চ আদালতে রিট করেন। উক্ত নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম। রিট পিটিশন নং-৯১০১/২০২২, তারিখ : ০২/০৮/২০২২ ইং। হাইকোর্ট ডিভিশনের যৌথ বেঞ্চ শুনানী অন্তে গত ২৪/০৩/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নিলামের সকল কার্যক্রম স্থগিত করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঋণের কিস্তি করে দিয়েছে। এর ফলে শফিকুল ইসলামের মালিকানা বহাল থাকে। চাল রশিদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের গোপন যোগসাজসে পানির দরে কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পাঁয়তারা রুখে দিয়েছে উচ্চ আদালত। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে রাতারাতি পথে বসিয়ে চাল রশিদের এহেন আচরণে ক্ষুব্ধ আইলচারা, খাজানগর সহ কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ।