কুষ্টিয়া পৌরসভা নির্বাচন: ১৯ নং ওয়ার্ডের চারটি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ :তৎপর প্রশাসন ও গণমাধ্যম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা:- কুষ্টিয়া পৌর নির্বাচনে ১৯ নং ওয়ার্ডের চোড়হাস সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ পার্শ্ববর্তী মোট চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে । নির্বাচনের দিন সকাল বেলা থেকেই ভোট শুরু হওয়ার পূর্ব থেকে প্রার্থী নির্বাচনী প্রার্থী এবং তাদের দলীয় লোকজনের অপতৎপরতা খেয়াল করা গেছে।

সকাল আটটার সময় 19 নং ওয়ার্ড অর্থাৎ 20 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সাংবাদিকরা এসে দেখতে পান সেখানে দলীয় প্রার্থীর কিছু লোক পোলিং এজেন্ট এর সাথে দুর্ব্যবহার বুথ থেকে বের করে দিয়েছে। প্রশাসন বাধা দেয়ার চেষ্টা করলেও তারা সেটাকে মানতে নারাজ ছিল।

পরবর্তীতে পুলিশদের সহযোগিতায় ও সাংবাদিকদের সমন্বয়ে তারা কিছুটা হলেও শান্ত হয়।নির্বাচনী কেন্দ্র গুলোর আশপাশের এলাকা পরিদর্শন করে দেখা যায় যে কিছু বহিরাগত বিভিন্ন জায়গায় জটলা করে অবস্থান করছে যার থেকে ধারণা করা হচ্ছে তারা হয়তো কেন্দ্রে যেকোনো সময় এক ধরনের অপতৎপরতা চালাতে পারে ।

এ প্রসঙ্গে কেন্দ্রে দায়িত্বরত পুলিশের কর্মকর্তা সাথে কথা বললাম হলে তারা বলেন যে তারা সবসময় তৎপর আছেন এবং সংবাদকর্মীরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে।।