কুষ্টিয়ায় ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষে আহত৪

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কে এম শাহীন রেজা কুষ্টিয়া ।। বৃহস্পতিবার (২০/৫/২১) আনুমানিক ভোর ৬ টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের মিনাপাড়া কালভাটের ওপর ট্রাক ও পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে দুই গাড়ির ড্রাইভার ও হেলপার সহ মোট চারজন আহত হয় ৷সংঘর্ষের পর স্থানীয় ও পথচারীরা পুলিশ কে ফোন করলে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মকতা সহ দ্রুত ঘটনা স্থলে এসে দুই গাড়ির ৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন ৷ এদের মধ্যে চাউলের গাড়ির ড্রাইভার আলম হোসেন ও আমের গাড়ির ড্রাইভার জাকিরের অবস্থা আশোংকা জনক বলে জানায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিঃ স্টেশন মাস্টার খুরশেদ আনোয়ার ৷ পরে একে একে ঘটনা স্থলে আসেন ও পরিদর্শন করেন জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান, হাইওয়ে পুলিশ ফাড়ির সাবঃ ইনঃ সাকির সহ সঙ্গীয় ফোর্স ৷ এই সংঘর্ষের কারণে কুষ্টিয়া বাইপাস সড়কে প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে৷ পরে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ি এসে গাড়ি গুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক হয়৷ তবে হাইওয়ে পুলিশ ফাড়ির উদ্ধার গাড়ির যান্ত্রিক সমস্যার কারণে উদ্ধার কাজে অতিরিক্ত সময় লাগে। দুই গাড়ির চালক ও হেলপারের পরিচয় পাওয়া গেছে ৷ আমের পিকাপের চালক জাকির, বাবু তাদের বাড়ি ময়মনসিংহ ও চাউলের গাড়ির চালক আলম তার বাসা চুয়াডাঙ্গা সদরে ৷