কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি :- দৌলতপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ পালন করা হয়েছে।

মুজিবনগর দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সংস্কৃতি কর্মী মোতাচ্ছিম বিল্লাহ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক শামসুল আরেফিন সুলভ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম সহ আরো বীর মুক্তিযোদ্ধা গন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।