কুষ্টিয়ায় ই-ট্রাফিক প্রসিকিউশন সিষ্টেম উদ্বোধন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- ট্রাফিক মামলা দায়েরের জটিলতা ও জরিমানা পরিশোধে ভোগান্তি কমাতে কুষ্টিয়ায় উদ্বোধন হল ‘ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম।

আজ (২৪ ডিসেম্বার ) বৃহস্পতিবার সকালে মজমপুর গেট ট্রাফিক অফিসের সামনে ই-ট্রাফিক প্রসিকিউশন সিষ্টেম উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টিআইওয়ান ওয়ালিউজ্জামান, আব্দুল আল জুবায়ের, সুকান্ত কুমারনাথ, তারিম খানসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত বলেন ” ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ নামক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মধ্য দিয়ে ট্রাফিক বিভাগ ডিজিটাল যুগে প্রবেশ করতে যাচ্ছে।

এ ব্যবস্থায় মামলার কপি নিয়ে যানবাহন চালক বা মালিককে ট্রাফিক অফিসে কিংবা ব্যাংকে গিয়ে আগের মতো লাইনে দাঁড়াতে হবে না। এছাড়া মামলা নিয়ে সন্দেহ ও অভিযোগও দূর হবে।

মামলা দায়েরের সঙ্গে সঙ্গে মেশিন থেকেই জরিমানার স্লিপ বের হয়ে আসবে, যা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।

এতে পুলিশের উপর বিশ্বাস যোগতা ট্রাফিক বিভাগে আরও বৃদ্ধি পাবে এবং কোন রকম দূর্নীতির সুযোগ থাকবে না বলে তিনি জানান।